1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

নতুন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, বিজিবি’র টহল জোরদার

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৪৪ Time View

পলাশ বড়ুয়া : কক্সবাজারের উখিয়া-টেকনাফে সীমান্তের ওপারে একদল রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার খবরে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছে। কারণ এদের মধ্যে অনেকের করোনার জীবাণু থাকতে পারে। তবে এ খবরকে অনেকে ‘গুজব’ বলে মন্তব্য করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সীমান্তবর্তী এলাকাসমূহে এ খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টহল জোরদার করার কথা জানিয়েছে বিজিবি। একই সাথে পাশাপাশি পাড়ায় মহল্লায় মাইকিং করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন, শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের সীমান্তের ওপারে অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের কারণে রোহিঙ্গারা ফিরে গেছে বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, সীমান্তে রোহিঙ্গা অবস্থানের খবর পাওয়ার সাথে সাথে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তবে রোহিঙ্গাদের অবস্থানের দৃশ্য টহল দলের চোখে পড়েনি।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, সীমান্তে কিছু রোহিঙ্গা অবস্থানের বিষয়টি শোনার পরপরই বিজিবি ও কোস্টগার্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করে দেয়া হয়েছে। যাতে করোনা মহামারিতে নতুন করে কোন রোহিঙ্গার অনুপ্রবেশ না ঘটে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ প্রকাশিত খবর অনুযায়ী মিয়ানমারে প্রথম দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাই নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টার বিষয়টি নতুন করে ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com