1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

খাগড়াছড়িতে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৪

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৪৯ Time View

ডিবিডিনিউজ ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গাজীনওগাঁ বাজার এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও গ্রামবাসীর সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবির সৈনিক শাওন (২৮) ছাড়া নিহত অপর তিনজন হলেন- স্থানীয় বটতলা এলাকার ফাহাদ মিয়া (৫৫), তার ছেলে আলী আকবর (২৮) এবং আহমেদ আলী (২২)।

স্বামী ফাহাদ মিয়া ও দুই ছেলের মৃত্যুর খবর শোনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রওশন আক্তার নামে এক গৃহবধূ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কয়েকজন শ্রমিক আগে থেকে কেটে রাখা কিছু গাছ ট্রাকে তুলছিলেন। এসময় খাগড়াছড়ি বিজিবির একটি দল এসে গাছগুলো ট্রাকে তুলতে নিষেধ করে। কিন্তু শ্রমিকরা জানায় তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। পরে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি হলে ঘটনাস্থলেই চারজন মারা যায়।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্ষিপ্ত ব্রিফিংকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমকে প্রধান করে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র সামসুল হক জানান, গাছ কাটা নিয়ে বিজিবি সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের এক পর্যায়ে বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। সংঘর্ষে একাধিক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com