1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

‘করোনা ভাইরাস’ সংক্রান্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিসি কামাল

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৫৪ Time View

ইমাম খাইর : বর্তমান বিশ্বের সবচেয়ে আতঙ্ক ‘করোনা ভাইরাস’ সংক্রান্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

তিনি বলেন, আলোচিত এই ভাইরাস থেকে বাঁচতে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলতে হবে। নিজেদের সচেতনতার পাশাপাশি অপরকেও সচেতন করতে হবে। কোন গুজব ছড়ানো যাবে না। এ ব্যাপারে পরিবহন সেক্টরকে আরো সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
শনিবার (১৪ মার্চ) সকালে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে পরিবহন সেক্টরের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা জেলা প্রশাসক কথাগুলো বলছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সভায় ডিসি বলেছেন, পরিবহন সেক্টরের কর্মচারীদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন করতে হবে। বাস টার্মিনালসহ সকল গুরুত্বপূর্ণ স্টপেজে করোনা থেকে বাঁচতে করণীয় বিষয়ে মাইকিং এর ব্যবস্থা ও বাসে ভ্রমণকারী যাত্রীদের হাত পরিষ্কারের ব্যবস্থা রাখা দরকার।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে পরিবহন সংশ্লিষ্টদের ওই সভায় বাসটার্মিনাল, বাস ও কাউন্টারগুলোতে করোনা বিষয়ক সচেতনতার জন্য হটলাইনের নাম্বার সম্বলিত পোস্টার লাগানো, যথাসম্ভব ১ মিটার বা ৩ ফুট দূরে থেকে কথাবার্তা বলাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি, সহকারী সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সভাপতি জাসদ নেতা নইমুল হক চৌতুরী টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক এডভোকেট রনজিত দাশ, কক্সবাজার বিএরটিএর সহকারী পরিচালক (এডি) উথোয়াইনু মার্মা চৌধুরী, ইন্সপেক্টর আরিফুল ইসলাম টিপু, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, শ্যামলী পরিবহনের কক্সবাজার ইনচার্জ খোরশেদ আলম শামীম, কক্সবাজার বাসমিনিবাস মালিক সমিতির সভাপতি এডভোকেট তাহের আহমদ সিকদার, কক্সবাজার জেলা অটোবাইক মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি রুহুল কাদের মানিক, আলীরাজ পরিবহনের চেয়ারম্যান সিরাজ আকবর, আরকান সড়ক শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্মসম্পাদক কলিম উল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ চৌধুরী, শ্রমিক নেতা নুরুজ্জামান, চকরিয়া লাইনের পরিচালক হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা অটোবাইক মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির শহর শাখার সভাপতি মোহাম্মদ সোহেল বারি, হানিফ পরিবহনের নুরুল আবছারসহ পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com