নিজস্ব প্রতিবেদক : ‘সবার জন্য মর্যাদা, মুক্তি ও ন্যায় বিচার’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, এই উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় কোষ্ট ফাউন্ডেশনের উদ্যোগে ‘সবার উপর মানুষ সত্য’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর (শনিবার) সকালে উখিয়া প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদ সদস্য নূরুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আয়ুব আলী, উখিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান খামরুননেছা বেবি।
সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।
তারা আরো বলেন, মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের আশ্রয় ও সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য বাংলাদেশ বহির্বিশ্বে অনেক সুনাম কুড়িয়েছে এবং নিঃসন্দেহে সেটি প্রশংসার দাবি রাখে বলেও উল্লেখ করেন অতিথিবৃন্দ।
এসময় অন্যাঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউপি সদস্য রোমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সভা সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের সহাকারি পরিচালক ও আঞ্চলিক টীম লিডার জাহাঙ্গীর আলম।
মন্তব্য করুন