নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী রুমখাঁ চৌধুরী পাড়া হেফজ খানায় শিশু হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
কনকন শীতে শীতবস্ত্র পেয়ে খুশি হেফজখানার শিক্ষার্থীরা, প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হেফজখানার সংশ্লিষ্ঠরাও।
ওই সময় ইউএনও মহোদয় শিশুদেরকে করোনা ভাইরাস ও হাত ধোয়ার পদ্ধতি নিয়ে সচেতনমূলক দিকনির্দেশনাও প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমে জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী উখিয়ার বিভিন্ন এলাকায় ছুঁটে গিয়ে শীতার্ত মানুষের পাশে দাড়াচ্ছে উপজেলা প্রশাসন। এই কার্যক্রম পুরো শীতকাল জুড়ে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন