তামাটে ছায়ায় হুইসেল কেন যে বাজছে!
এসো নীল মাছ, এসো কৃষ্ণচূড়া গাছ
জড়ো হও, জড়ো হও—বিভ্রমে দেখো
ঘন ঝাউবন, নিঃসঙ্গ সরোদ কেমন কাঁপছে
ছায়াটাকে দেখো নিঃশব্দে বিড়ালের পায়ে
শীতল উজানে বেঁকেচুরে নুয়ে আসছে
সমস্ত শেকড়ে ঘামহীন নুনে আরও অজস্র
অগণন ছায়া তিতিরের বনে ফুঁসছে
পাখিটি তখন সম্পর্কের তাপে উড়বার কৌশল শিখছে, জুন তরঙ্গে বাতাসের শিসে অবলীলায় নিজেকে ভেজাচ্ছে, শরীর ডোবাচ্ছে
দেখো নির্বাণ, দেখো অহিংস— বনশীর্ষে
ধারালো ক্রন্দনে মৃত্যুতন্দ্রায় ছায়ারা কেমন নির্বিকারে তিতির পাখিকে বিঁধে যাচ্ছে
আহা, ধূলিকণা! আহা, মরফিন
তিতির কাঁপছে আঘাতের ঝাঁকে
একেএকে তার অমৃতের ডানা খসছে!
৩০ জুন, কক্সবাজার
মন্তব্য করুন