প্রেসবিজ্ঞপ্তি : কক্সবাজারের রামুতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী দ্রুত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ।
১ জুলাই রামু জোয়ারিয়ানালায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে চিহ্নিত ভূমিদস্যু ও পাহাড় খেকো সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন তিন সহকর্মী দৈনিক দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মুহিববুল্লাহ মুহিব, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রির্পোটার মিজানুর রহমান মিজান ও দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের উপদেষ্টা ইমরুল কায়েস, সভাপতি এইচ.এম নজরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল আলম বাদশা জানান, পেশাগত দায়িত্ব পালণে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। করোনা কালে মানুষ যখন ঘরবন্দী হয়ে আছে সেই মুহূর্তে চিহ্নিত ভূমিদস্যু সন্ত্রাসীরা তাদের অপকর্ম বাড়িয়ে দিয়েছে।
রামু জোয়ারিয়ানালায় যখন দিন দুপুরে পাহাড় কেটে বহুতল ভবন করছে,সেই তথ্য বহুল সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভূমিদস্যুদের লালিত সন্ত্রাসীদের হাতে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের তিন সদস্য রক্তাক্ত হয়েছে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানায়। অবিলম্বে সাংবাদিকদের উপর হামলাকারী ঐ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যতায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।
মন্তব্য করুন