প্রেস বিজ্ঞপ্তি : পরিবেশের ভারসাম্য নষ্টকারী পাহাড় খেকো অবৈধ ডাম্পার সিন্ডিকেটের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ পরিবেশন করতে গিয়ে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন রিপোর্টাস ইউনিটি উখিয়া’র সভাপতি সাংবাদিক শরীফ আজাদ।
ধারাবাহিক সংবাদের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে কোটবাজার চৌরাস্তার মোড়ে বেপরোয়া ডাম্পারের ভিড়িও চিত্র ধারণ করছিলেন তিনি। এমতাবস্থায় সাংবাদিক শরীফ আজাদের উপর পাইন্যাসিয়া এলাকার সন্ত্রাসী রুবেলের নেতৃত্বে ১০/১২ জনের সংঘবদ্ধ চক্র পরিকল্পিত ভাবে হামলা করে গুরুতর জখম করে।
এদিকে উক্ত পরিকল্পিত ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানিয়ে বিবৃতি দিয়েছে রিপোর্টার্স ইউনিটির উখিয়া’র সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, সহ-সভাপতি সবুজ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কনক বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুর রহমান, অর্থ সম্পাদক ইমরান আল মাহমুদ, দপ্তর সম্পাদক আলাউদ্দিন সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান, নারী বিষয়ক সম্পাদক তাসপ্রিয়া বিনতে কাশেম, সদস্য সুজন কান্তি পাল, শফিক আজাদ, পলাশ বড়ুয়া ও জসিম আজাদ।
উল্লেখ্য, সাংবাদিক শরীফ আজাদ রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সভাপতি ছাড়াও একাধারে উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য, অনলাইন পোর্টাল সীমান্ত বাংলার সম্পাদক এবং কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার বার্তার উখিয়া প্রতিনিধি।
আহত সাংবাদিক শরীফ আজাদ বর্তমান কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন