নিজস্ব প্রতিবেদক :
রোহিঙ্গা সমস্যা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী।
১ সেপ্টেম্বর (রোববার) বিকেল ৪টায় তাঁর কার্যালয়ে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় পরপর দুই বার রোহিঙ্গা প্রত্যাবাসন বাঁধাগ্রস্থ হওয়ার কারণ, গত ২৫ আগস্ট ক্যাম্পে অনুষ্ঠিত রোহিঙ্গা সমাবেশ, ক্যাম্প কেন্দ্রিক দেশি-বিদেশী এনজিও গুলোর ভুমিকা আরো স্বচ্ছতা আনয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ক্যাম্প প্রশাসন ও মাঝিদের ভুমিকাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, ভোরের কাগজ প্রতিনিধি গফুর মিয়া চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি ফারুক আহমদ, সমতাল প্রতিনিধি হানিফ আজাদ, আমাদের সময় প্রতিনিধি পলাশ বড়ুয়া, উখিয়া নিউজ সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, উখিয়া ক্রাইম নিউজ সম্পাদক মাহমুদুল হক বাবুল, ভয়েস অব উখিয়া সম্পাদক নুর মোহাম্মদ সিকদার, শহীদুল ইসলাম, কক্সবাজারের জার্নালের আব্দুল্লাহ আল আজিজ, মোহাম্মদ ইব্রাহীম।
মন্তব্য করুন