নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করলেন সংরক্ষিত মহিলা আসন-৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
বৃহস্পতিবার (২১ মে) সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ. এস. এম মোসা, এডঃ জয়নাল আবেদিন জয়, সমাজসেবক আলহাজ্ব মোঃ সেলিম খন্দকার।
এছাড়াও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শিশু খাদ্য সামগ্রী সেমাই, সুজি, চিনি, ডাল, গুড়া দুধ সহ খাদ্য সামগ্রী কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন এমপি শিউলী আজাদ।
খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি শিউলী আজাদ বলেন, আপনারা এখানে যে সমস্ত খাদ্য দেখছেন তা কারোর নই, এ সমস্ত খাদ্য অসহায় মানুষের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সারাদেশে মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে ব্যবসা-বাণিজ্য সহ সকল কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাই মানুষ যাতে খাদ্যের অভাবে না পড়ে সে লক্ষেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে এ খাদ্য উপহার দিয়েছেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যান্ত সুশৃঙ্খলভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।
মন্তব্য করুন