।।নিজস্ব প্রতিবেদক।।
উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার যুগ্ম সারধারণ সম্পাদক নুরুল হুদা রত্নাপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে দেখা করে দোয়া ও সমর্থন চেয়েছেন সকাল থেকে দিনভর গণসংযোগ করেছেন।
২ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ গণসংযোগ চলেছে।
সকাল ১০টায় রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকার মুরব্বীদের সাথে নিয়ে পূর্ব রত্না, মধ্যরত্না, ঘাটির পাড়া পরে বিকালে জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন এলাকা আলম মার্কেট, সী পাল স্টেশন, সিকদার মার্কেট, ইনানী ছোট খাল স্টেশন, বড় খাল স্টেশন, চারা বটতলী ষ্টেশন, ইনানী মাদ্রাসা ষ্টেশন, সলিমুল্লাহ মেম্বারের খাটির মাথা, দুই মোয়া স্টেশন, চার মোয়া ষ্টেশন, নুরার ডেইল ষ্টেশন, তেতুল গাছ ষ্টেশন, জাগিরের টেক ষ্টেশন এ ব্যাপক গনসংযোগ করেন জননেতা নুরুল হুদা। এ সময় দেখা যায় জনতার বাধভাঙ্গা উচ্ছাস।
ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা বলেন, অবহেলিত এলাকার মানুষদের উন্নয়নে সবসময় পাশে ছিলাম, আগামীতে পাশে থাকত চাই, জনগণের সেবা করার সুযোগ চাই। তিনি ২৪ মার্চ নির্বাচনে একেকটি ভোট প্রার্থনা করেন এবং সকলের দোয়া কামনা করেন।
এই সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ও এলাকার প্রবীণ মুরুব্বিগণ।
মন্তব্য করুন