।।সুজন কান্তি পাল।।
সেবামূলক সামাজিক অরাজনৈতিক সংগঠন “শেকড়” এর হলদিয়া পালং ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
উখিয়া উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক শামিমুল ফয়সালের স্বাক্ষরে ৮ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে তানিম রহমান কেনাম কে সভাপতি ও সানভির রহমান সোহেল কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভাপতি সাধারন সম্পাদক ছাড়াও কমিটিতে আরো রয়েছে সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন হৃদয়, সহ সভাপতি মোহাম্মদ সাকিল, সহ সভাপতি মোহাম্মদ মনজুর খান জয়, সহ সম্পাদক হামীম ফরহাদ সায়েম, সহ সম্পাদক ইসমাইল হোসাইন সোহাগ, প্রচার সম্পাদক ইমরান হাসমী, অর্থ সম্পাদক সিয়াম রহমান রানা, দপ্তর সম্পাদক রবি বড়ুয়া, কার্যকরী সদস্য মিজবাহ উদ্দিন, ভুট্টো বড়ুয়া।
উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এদিকে হলদিয়ায় “শেকড়” এর কমিটিতে তানিম রহমান কেনাম ও সানভির রহমান সোহেলকে যথাক্রমে সভাপতি -সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করায় বিভিন্ন মহলের অভিনন্দনের জোয়ারে ভাসছে তারা ও সংগঠনটির উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এই ব্যাপারে শেকড় উখিয়া উখিয়া উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক শামিমুল ফয়সালের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন- “শেকড়” সেবামূলক সামাজিক একটি অরাজনৈতিক সংগঠন।২০১৭ সালে ‘লৌকিকতা নয়, মানব সেবায় মূখ্য’ এই স্লোগান নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। বর্তমানে সারাদেশে সংগঠনটির শাখা বিস্তৃতি রয়েছে। সংগঠনটি বর্তমানে বিভিন্ন সেবামূলক কর্ম তৎপরতার মাধ্যমে তাদের কর্ম-কান্ড পরিচালনা করে যাচ্ছে।
মন্তব্য করুন