।।আন্তর্জাতিক ডেস্ক।।
শিশু যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে জাতিসংঘের সাবেক এক কর্মকর্তাকে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম পিটার জন ডালগ্লিশ। কানাডার ওই নাগরিক জাতিসংঘের মানবিক ত্রাণ তৎপরতা বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ১৯৮০ সাল থেকে বিশ্বের সর্বোচ্চ সংস্থায় কাজ করে আসছেন তিনি।
গেল মাসে পৃথক দুটি যৌন হয়রানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৬২ বছর বয়সী কানাডিয়ানকে কারাদণ্ড দিয়েছেন নেপালের একটি আদালত।
পরে গত সোমবার (৮ জুলাই) ১২ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে নয় বছর ও ১৪ বছরের এক শিশুর জন্য তাকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পৃথক মামলায় তাকে মোট ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
তবে পিটার জন দুই মামলায় ১৫ বছর কাটাবেন না নয় বছর পর তাকে ছেড়ে দেয়া হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন আদালত।
গত বছরের এপ্রিলে পিটারকে নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে কাভরেপালানচক জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল। সেসময় তার বাসা থেকে ভুক্তভোগী দুই শিশুকে উদ্ধার করা হয়েছিল। সূত্র
মন্তব্য করুন