প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, সাংস্কৃতিক সংগঠক তাহানুন বশির রানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাহানুন বশির রানাকে স্মরন করলো রানার সহযোদ্বারা। গতকাল সন্ধ্যা ৭টায়, কক্সবাজার পৌরসভা মিলনায়তনে খেলাঘর সাধারণ সম্পাদক কলিম উল্লাহ’র সভাপতিত্বে, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক শয়ন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীন শ্রমিক নেতা সমীর পাল, সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্লোল দে চৌধুরী, সেভ দ্যা নেচার কক্সবাজারের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রিয়াদ, উত্তরা সৃজনশীল সংসদের সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন, কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ সভাপতি সুজন দাশ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোবারক, সাবেক সহ-সভাপতি মোসাদ্দিক আবু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অন্তিক চক্রবর্তী,
এসময় বক্তারা বলেন, সমাজ বদলের সংগ্রামে তাহনুন বশির রানার মৃত্যু অপূরনীয় ক্ষতি। রানার আদর্শ এখনো আলোর পথ দেখায়। সুন্দর সমাজ গঠনের সংগ্রামে রানা এক লড়াকু যোদ্ধার নাম।
উপস্থিত ছিলেন উত্তরা সৃজনশীল সংসদের মানিক, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৌরভ দেব, সিপিবি সংগঠক নূর মোহাম্মদ, জেলা খেলাঘর সংগঠক ধ্রুব সেন, সাবেক ছাত্রনেতা পাভেল দাশ,
জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি আজিজ রিপন, শহর ছাত্র ইউনিয়ন সভাপতি শুভজিৎ রুদ্র, কক্সবাজার কলেজ সংসদের সদস্য সচিব বাবলু রুদ্র, শহর সংসদের সাধারণ সম্পাদক মুক্তাদিল বিল্লাহ জয়, সাংগঠনিক সম্পাদক আয়ুব মার্শাল, ছাত্রনেতা বিবেক চক্রবর্তী, ছাত্রনেতা নিলয় রায়, মোহাইমিন রানিম, আরিফুল ইসলাম জয়, রিমঝিম আহমেদ, প্রমুখ।
মন্তব্য করুন