শরীফ আজাদ : উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুরো ওয়ার্ডে জীবণুানাশক ছিটানোসহ নর্দমা পরিস্কার কর্মসূচি পালন করেছে স্থানীয় যুবকরা।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এ কার্যক্রম চালিয়েছেন প্রায় শতাধিক যুবক।
উদ্যোক্তা সোহেল চৌধুরী জনান, করোনা মোকবেলায় জাতির এ ক্রন্তিলগ্নে দেশের প্রত্যেকে এগিয়ে আসতে হবে। আমরা নিজেদের দায়িত্ব থেকে এ কর্মসূচি হাতে নিয়েছি। খুব শিঘ্রীই এলাকার খেটে খাওয়া মানুষের তালিকা তৈরি করে তাদের খাদ্য সামগ্রীও বিতরণের পরিকল্পনা আছে। তিনি আরো বলেন, পুরো ৭ নম্বর ওয়ার্ডের প্রতি বাড়ি আঙ্গিনায়, নর্দমা ও রাস্তাঘাটে ক্লোরিন, ব্লিচিং পাউডার ও বিশেষ সলিউশন মিশিয়ে ছিটানো হয়েছে।
স্থানীয় যুবকদের এমন উদ্যোগে এলাকাবাসীও প্রশংসা করেন। তাদের পাশা দাঁড়ানো প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, সোহেল চৌধুরী, মাসুদ, সাহাব উদ্দিন মুন্সি, শমশের আলম ও আবুল মজনুরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য করুন