1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

ম্যান সিটির চুক্তিতে রাজি মেসি, দাবী গণমাধ্যমের

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪০ Time View

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন লিওনেল মেসি। ম্যান সিটির দেয়া পাঁচ বছরে ৭০০ মিলিয়ন ইউরোর মেগা চুক্তিতে রাজি মেসি এমন দাবী গণমাধ্যমের। যদিও ফ্রি ট্রান্সফারের জন্য বার্সার সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা জোরালো। ক্লাবের সঙ্গে আলোচনায় মেসির বাবা এখন স্পেনে। এদিকে বার্সা-মেসি বিচ্ছেদের বড় কারণ বার্তোমেউ, বলছেন সভাপতি প্রার্থী ভিক্টর ফন্ত।

মেসি-বার্সা সম্পর্ক সমাপ্তির দিকে। ছেলের দলবদল নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনায় বাবা হোর্হে মেসি, এখন স্পেইনে। বৈঠকে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনা, এখন তার-ই অপেক্ষা।

ঘটনা প্রবাহ রুপ নিয়েছে বিতর্কে, যদিও দু’পক্ষই চায় সুন্দর সমাধান। চাওয়া-পাওয়ার হিসেবে কঠিন মনে হচ্ছে সমীকরণ। তবে বার্সার জার্সিতে মেসিকে দেখা যাবে, সেই সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়।

এরইমধ্যে গণমাধ্যম দিয়েছে গরম খবর। মেসি নাকি, ম্যানচেস্টার সিটির মেগা-চুক্তিতে রাজি। পাঁচ বছরের জন্য এলএমটেন-কে নেবে সিটি গ্রুপ। এরমধ্যে তিন বছর খেলবেন, ম্যান সিটিতে। মেজর লিগ সকারে, নিউ ইয়র্ক সিটিকে সার্ভিস দেবেন বাকি দুই বছর।

ফাঁস হয়ে গেছে সেই চুক্তির অংক। পাঁচ বছরের জন্য ৭০০ মিলিয়ন ইউরো, পাউন্ডের হিসেবে ৬২৩ মিলিয়ন। বছর, মাস, সপ্তাহ, দিন এমনকি ঘণ্টার হিসেবে কত পাবেন মেসি! তাও জানিয়ে দিচ্ছে গণমাধ্যম।

মেসি আসবেন, সেই বার্তার আগাম উৎসব ম্যানচেস্টারে। আকাশি জার্সিতে এলএমটেন, এখন সিটি সমর্থকদের গায়ে চেপেছে। কিটস স্টোরেও ভিড় লেগেছে আগে থেকেই।

ফ্র্যাঙ্কি ডি ইয়ং বলেছেন, অধিনায়ক এখনো আছেন, বার্সার হোয়াটস অ্যাপ গ্রুপে। তবে কাতালান ক্লাবটির সভাপতি প্রার্থী, ভিক্টর ফন্ত নিশ্চিত মেসি চলে যাচ্ছেন আটকানোর উপায় নেই।

বার্সেলোনার সভাপতি প্রার্থী ভিক্টর ফন্ত বলেন, সবশেষ হওয়ার আগ পর্যন্ত আশা রাখা ভালো। আমি বার্সার সভাপতি থাকলে মেসিকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করতাম। বর্তমান সভাপতি হয়তো সেটা করছে না। আমাদের মনে রাখা উচিৎ মেসি মানেই বার্সা-বার্সা মানেই মেসি।

কিংবদন্তী চলে যাক সম্মুখ দড়জা দিয়ে সম্মানের সাথে। কোন বিতর্ক নয়-সবাই তাকিয়ে সুন্দর সমাধানের দিকে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com