জসিম আজাদ : তথ্য না জেনে কিংবা অতিউৎসাহী হয়ে আমরা অনেক সময় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে অনেকের নাম প্রচার করি। আসলে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে এমন প্রশ্নের উত্তর খোঁজতে গিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে সঠিক তথ্য।
ঢাকার মৌচাক মার্কেট মোড়ে স্থাপিত স্মৃতিস্তম্বে পাওয়া যায় মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম ও ঠিকানা।
ফলকে লিখা আছে আবুজর গিফারী কলেজ সংসদের সাধারণ সম্পাদক শহীদ ফারুক ইকবাল (ছাত্রলীগ নেতা) মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। তিঁনি ৩রা মার্চ ১৯৭১ সালে শহীদ হন। শহীদ ফারুক ইকবাল ২৯৪/১ গুলবাগ, মালিবাগ, ঢাকা এলাকার মরহুম আফছাউদ্দিনের ছেলে।
মন্তব্য করুন