ডিবিডিনিউজ২৪ রিপোর্ট :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে লাইভে এ অভিযোগ করেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার দুপুর ১টার দিকে নুর বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের সাথে তার কার্যালয়ে বৈঠক করার সময় এই হামলা চালানো হয়।
হামলায় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান, ফারুক হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে লাইভে এসে ডাকসু অফিসে হামলার অভিযোগ করেন ভিপি নুরুল হক নুর। ২ মিনিট ১১ সেকেন্ডের লাইভে ডাকসু অফিসের ভেতরে মেঝেতে এলোমেলোভাবে কয়েকটি ভাঙা চেয়ার পড়ে থাকতে দেখা যায়।
বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই হামলার নেতৃত্ব দিয়েছেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধন বিলের (সিএবি) প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার সময় নুরের ওপর হামলার ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা নুরের পাশাপাশি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীদের ওপর এ হামলা চালায়।
মন্তব্য করুন