ডিবিডিনিউজ২৪ ডেস্ক :
বোরকা পরে কলেজে এলেই শিক্ষার্থীদের গুনতে হবে ২৫০ রুপি। ‘ড্রেসকোড লঙ্ঘন’ অজুহাতে শিক্ষার্থীদের জন্য বোরকা পরাকে নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ। আর এই অবাক করার মতো ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনা জেডি মহিলা কলেজে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার কলেজের নোটিশ বোর্ডে টানানো হয়, কলেজ চত্বরে কোনও ছাত্রী বোরখা পরে আসতে পারবেন না। এর ব্যতয় ঘটলে গুনতে হবে ২৫০ রুপি জরিমানা। নোটিশে সাক্ষর করেন কলেজেটির অধ্যক্ষ ও প্রোক্টর। আর ওই ঘটনায় সর্বত্রই শুরু হয় বিতর্ক। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা।
এদিকে ওই নোটিশ দেওয়ার কয়েক ঘণ্টা পরই তা ফিরিয়ে নিতে বাধ্য হন কর্তৃপক্ষ।
এ বিষয়ে সংবাদমাধ্যমে কলেজের অধ্যক্ষ ড শ্যামা রায় বলেন, কলেজে ইতিমধ্যেই মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন ব্যবহার করার জন্য একটি স্থান ঠিক করা হয়েছে। বোরখা ব্যবহারের ওপরে কোনও বিধিনিষেধ আর নেই। তবে তারা চাইলে বোরখা খুলে ক্লাসে আসতে পারেন। আমাদের উদ্দেশ্য ছিল কলেজে একটি নিয়মানুবর্তিতা বজায় রাখা। বোরখা নিষিদ্ধ করার নির্দেশ তুলে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন