ডিবিডি ডেস্ক : পুলিশের দুর্নীতি রোধে থানার ওসি পদে বিসিএস ক্যাডার থেকে নিয়োগের সুপারিশ করেছে দুদক। রবিবার রাষ্ট্রপতির কাছে জমা দেয়া দুর্নীতি দমন কমিশনের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনে এটি সহ মোট ৮৪টি সুপারিশ করা হয়েছে। সোমবার দুপুরে গণমাধ্যমের কাছে প্রতিবেদনটি উপস্থাপন করেন দুদক চেয়ারম্যান।
দেশে দুর্নীতির উৎস, কারণ ও প্রতিরোধ বিষয়ক সুপারিশসহ প্রতিবছর রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন জমা দেয় দুদক। পাশাপাশি সারা বছরে দুদকের কার্যক্রমের তথ্য ও বর্ণনা থাকে এই প্রতিবেদনে।
থানা পর্যায়ে পুলিশের দুর্নীতি রোধে পুলিশ ক্যাডার থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করেছে দুদক। পাশাপাশি সরকারি চাকরীতে সকল পদোন্নতি পরীক্ষার মাধ্যমে দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সিভিল সার্ভিস কমিশন সংস্কার করার পরামর্শও দেয়া হয় ।স্বাস্থ্য, শিক্ষা পরিবেশসহ ১৪ খাতের দুর্নীতি রোধে মোট ৮৪টি সুপারিশ রয়েছে প্রতিবেদনে।
২০১৯ সালে দুদকের মামলায় সাজার হার ছিল ৬৩ ভাগ । ২০২০ সালে এই হার বেড়ে ৭৭ ভাগ হবে বলে আশা করছে কমিশন।
কালো টাকা সাদা করার নামে ঘুষের টাকা বৈধকরণের সুযোগ না দেয়ার সুপারিশ করেছে দুদক। আর রাষ্ট্রীয় কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ জরুরী বলে মনে করে সংস্থাটি।
মন্তব্য করুন