যাদের নিয়ে এ আয়োজন তাদের মধ্যে কিছুটা মতবিরোধ সৃষ্টি হয়েছে, উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, যতই দ্বিধাদ্বন্দ্ব হোক বাংলাদেশে ইজতেমা হচ্ছে এবং হবে।
ইজতেমায় আসা বিদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়ে মন্ত্রী বলেন, আইনসিদ্ধভাবে ভিসা দেয়ার ব্যাপারে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। দুই পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১০ই জানুয়ারি থেকে শুরু হবে।
১২ই জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হবে । পাঁচদিন বিরতির পর ১৭ই জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা ।
মন্তব্য করুন