পলাশ বড়ুয়া :
‘শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি’- বিষয়ে উখিয়া ও টেকনাফের মেডিয়েটরর্স ফোরামের ৩০জন সদস্যদের প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। ইউএনডিপি’র উদ্যোগে অভিজাত হোটেলে ১ ডিসেম্বর শুরু হয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত চলে প্রশিক্ষণ ।
হলদিয়াপালং, রাজাপালং, পালংখালী ও টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্ষ্যং ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এর আগের দিন উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী। এ সময় তাঁরা বলেন, সৃষ্টিলগ্ন থেকে চলে আসছে শালিস প্রক্রিয়া। তাই মেডিয়েশনের মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা সহ আদালতেও মামলার জট কমাতে সহায়ক ভুমিকা রাখবে। পরে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাগ ও উপহার সামগ্রী তুলে দেন। অন্যান্যদের মধ্যে ইউএনডিপির কক্সবাজার অফিসের প্রধান মাসুদ করিম রিপন, উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদ, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন।
প্রশিক্ষক ছিলেন মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের এ্যাড. ইব্রাহীম মিয়া, এ্যাড. মশিউর রহমান পারভেজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউএনডিপির সিটুআরপি প্রজেক্টের সমন্বয়ক দেওয়ান জিন্নাহ।
মন্তব্য করুন