ডিবিডিনিউজ২৪ ডেস্ক :
নওগাঁর পোরশা উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ীরা হলেন মফিজ উদ্দিন (৩৫), সঞ্জিত (২২)ও কামাল (৩২)। তাদের মধ্যে মফিজের বাড়ি উপজেলার বিষ্ণুপুর গ্রামে।
স্থানীয়রা জানান, আজ ভোরে সীমান্তের ২৩১/১০ এস মেইন পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বেশ কয়েকজন ব্যবসায়ী। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ১৫৯ বিএসএফ এর কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা। এতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী মারা যান।
বিজিবি পোরশা নীতপুর সীমান্তের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন