প্রেস বিজ্ঞপ্তি :
বাউল শিল্পী শরিয়ত সরকারকে গ্রেফতারের প্রতিবাদে আজ ২০ জানুয়ারি সোমবার একটি প্রতিবাদী গানের আসর আয়োজন করেছে সাংস্কৃতিক ইউনিয়ন চবি সংসদ। বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বেলা ১২ টায় অনুষ্ঠানটি শুরু হয়। সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক ডিগনিটি চাকমার সঞ্চালনায় আসরে উদ্ভোধনী গণসংগীত পরিবেশনা করেন সাংস্কৃতিক ইউনিয়নের সদস্যবৃন্দ। এরপরে আসরে অংশ নেন ক্যাম্পাসের বিভিন্ন শিল্পী ও গানের দল।
অনুষ্টানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক। তিনি বলেন পাকিস্তানি সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক শাসন ব্যবস্থা ভেঙ্গে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দ্যেশ্যে এই ভূখন্ডের লাখো মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দান করেছে। এদেশের প্রতিষ্ঠার আন্দোলনের সাথে গান ও সুর ওতপ্রোতভাবে জড়িত। এই দেশে শিল্পী সমাজের ওপর যেকোন আগ্রাসন অসাম্প্রদায়িক দেশে চেতনার সাথে সাংঘর্ষিক। সেই জায়গা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একজন শিল্পীকে মামলা ও গ্রেফতারের মুখোমুখি করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অনুষ্ঠানস্থল থেকে অবিলম্বে শরীয়ত বয়াতির নিঃশর্ত মুক্তিসহ মুক্তবুদ্ধি চর্চার উপর থেকে সকল বাঁধা অপসারণের জোর দাবী জানানো হয়।
উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর ঢাকায় এক পালাগানের আসরে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে শরীয়ত সরকার নামে এক বয়াতীর বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা করেন ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি। এই মামলায় ১১ জানুয়ারি পুলিশ শরীয়ত সরকারকে গ্রেফতার করে এবং এখনো তিনি পুলিশ হেফাজতে আছেন।
মন্তব্য করুন