1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ১৬৯ Time View

প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী কর্তৃক ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশে সকল থানা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ৬ দফা দাবিতে একই সাথে একই সময়ে চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় সভাপতি প্রফেসর হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে ও অর্থ সচিব অধ্যক্ষ এম মাহবুবুর রহমান দূর্জয়’র সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন।

এতে আরও বক্তব্য রাখেন, ভাইস-চেয়ারম্যান যথাক্রমে- অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ লায়ন আমিরুল হক, মোঃ রাশেদুল আযম মনজু, অধ্যক্ষ রাহেলা বি চৌধুরী, ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, অধ্যক্ষ কে.এম. মনিরুজ্জামান, অধ্যক্ষ মিসেস নিলুফার বানু, সাংগঠনিক সচিব মো: আবু ইউনুচ, তথ্য ও প্রযুক্তি সচিব ইঞ্জিনিয়ার মোঃ হোসেন মুরাদ, সমাজ কল্যাণ সচিব অধ্যক্ষ খায়ের উদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সচিব এস এম আবছার উদ্দীন, ত্রাণ ও পূর্ণবাসন সচিব মো: জাফর আলম, সহ-মহাসচিব মোঃ কামাল উদ্দিন, সহ-মহাসচিব অধ্যক্ষ মিসেস হোসনে জাহান কলি, সহ-অর্থ সচিব অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, সহ-শিক্ষা সচিব এস এম রফিক উদ্দীন, নির্বাহী সদস্য অধ্যক্ষ রনজিত কুমার নাথ, অধ্যক্ষ বদিউল আলম, অধ্যক্ষ মো: রিদোয়ানুল আলম, অধ্যক্ষ সুমন দত্ত, অধ্যক্ষ শেখ মনোয়ার, ফজলুর রহমান পিন্টু, অধ্যক্ষ আব্দুল করিম, অধ্যক্ষ সাইফুল্লাহ মুনির, নুরুন্নবী খন্দকার আকাশ, মোঃ ইউসুফ, মোঃ হোসেন, অধ্যক্ষ কলি ওসমান, জসিম উদ্দিন, ইকবাল বাহার প্রমুখ।

উল্লেখ্য যে, ৬ দফা দাবি গুলো হচ্ছে-
(১) কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষকদের যে কোন ধরণের আর্থিক সহায়তা।
(২) কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক লোন প্রদান।
(৩) কিন্ডারগার্টেন নিবন্ধন নীতিমালার আলোকে প্রতি মাসে রিভিউ কমিটির মিটিংয়ের মাধ্যমে সহজ শর্তে কিন্ডারগার্টেনগুলোর নিবন্ধন প্রদান।
(৪) করোনাকালীন সময়ে কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ।
(৫) ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার মত জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষা নিজ প্রতিষ্ঠানের নামে দেয়ার সুযোগ প্রদান।
(৬) কিন্ডারগার্টেন তথা ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা বোর্ড বা মন্ত্রণালয় গঠন।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com