ক্রীড়া ডেস্ক :
ইতিহাস গড়ে আইসিসি’র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। পচেফস্ট্রুমের ফাইনালে ভারতকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণালি শিরোপা স্পর্শ করল টিম টাইগার। যেকোনো বিচারে এটিই বাংলাদেশের প্রথম বিশ্ব শিরোপা জয়।
৪২ ওভার ১ বলের খেলা যখন মাঠে গড়ায়, আথার্ব আনকোলেকারকে মিড অনে ঠেলে দিয়ে তুলে নেন জয়সূচক রান। সে হিসাবে ৪৭ বল বাকি থাকার কথা থাকলেও প্রকৃতপক্ষে টাইগার যুবারা ২৩ বল বাকি থাকতে জিতে নিয়েছে ফাইনাল। কেননা, মাঝখানে ছোট্ট একটু বৃষ্টি বাধায় বাংলাদেশের লক্ষ্যে কিছুটা পরিবর্তন এসেছিল। তাতে ৫০ ওভারে ১৭৮ রানের লক্ষ্যটা ৪৬ ওভারে নেমে আসে ১৭০ রানে। অর্থাৎ বৃষ্টির পর ৩০ বলে লক্ষ্য দাঁড়ায় ৭ রান। সেটুকু করতে ঠিক ৭ বলই নিয়েছেন দুই অপরাজিত টাইগার ব্যাটসম্যান আকবর ও রাকিবুল।
মন্তব্য করুন