।।নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তার জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। সোমবার ১১ ফেব্রুয়ারি এই কমিটি গঠন করা হয়।
বিষয়টি সংসদ সদস্য শাহিন আক্তার’র স্বামী একই আসনের দু’বারের সাবেক সংসদ আবদুর রহমান বদি নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় শাহিন আক্তার এমপি ও তাঁর স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী, ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, চীফ হুইফ নূর-ই-আলম চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই প্রতিবেদকের কাছে মুঠোফোনে সাবেক এমপি আবদুর রহমান বদি তাঁর সহধর্মিনী শাহিন আক্তার এমপি বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য হিসাবে সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন