নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
১২ জানুয়ারি (রোববার) সকাল সকাল ১১ টার দিকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন উপস্থিত অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু প্রমুখ।
উদ্বোধনী খেলায় টেকনাফ উপজেলা টিম বনাম উখিয়া উপজেলা টিম অংশ নিচ্ছে। প্রতিদিন ৪ টি খেলা অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু সিবিএন-কে জানিয়েছেন
মন্তব্য করুন