।।ক্যাম্পাস ডেস্ক।।
সব পদেই পুনর্নির্বাচন চান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। তবে শিক্ষার্থীরা চাইলে ডাকসুর ভিপি হিসেবে শপথ নেবেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
নুরুল হক নুর বলেন, ‘সবগুলো পদেই আমি নির্বাচন চাই। কারণ এত কারচুপির মধ্যেও আমি ভিপি নির্বাচিত হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি আরও পাঁচ হাজার ভোট বেশি পাবো। পদকে আমি কখনও বড় মনে করি না। যেহেতু সকল পদেই পুনর্নির্বাচন শিক্ষার্থীদের চাওয়া, সেহেতু তাদের সঙ্গে আমি সহমত পোষণ করে বলছি– সকল পদেই পুনঃনির্বাচন দিতে হবে।’
ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের দাবিগুলো জানিয়েছি। এখন প্রশাসন কী সিদ্ধান্ত দেয় সেটা দেখেই আমরা সিদ্ধান্ত নেব।’
নুর বলেন, ‘যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তারা যা চাইবেন, আমি তাই করবো। তারা ইতোমধ্যে পুনর্নির্বাচন চেয়েছেন। এর জন্য আন্দোলনও করছেন। আমি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। তারা যদি চান, তাহলে আমি ভিপি হিসেবে শপথ নেব। তারা না চাইলে আমি শপথ নেব না। একটু সময় গেলেই এ বিষয়ে জানা যাবে।’
এ সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করাসব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
নবনির্বাচিত ভিপি বলেন, ‘ছাত্রলীগ ব্যাতীত অন্যান্য সকল ছাত্র সংগঠন পুনর্নির্বাচন চাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা আন্দোলনও করছে। আজ তারা উপাচার্যকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন। আমি তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের দাবির সাথে একমত পোষণ করছি। আমি চাই এই কারচুপির নির্বাচন বাতিল করে ৩১ মার্চের মধ্যে পুনরায় নির্বাচন দেয়া হোক। এছাড়াও যারা নির্বাচনে প্রশাসনের যারা এই কারচুপির সাথে জড়িত ছিল, তাদেরকে বহিষ্কার করে অন্যদেরকে নিয়োগ দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে।’
তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। এরপরেও গতকাল শোভন ভাই আমাদের সঙ্গে দেখা করে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। স্বপ্নের বিনির্মাণ করতে তাদের সহযোগিতা নিতে চাই।’
মন্তব্য করুন