নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার থেকে পিকনিক সেরে যাওয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে নেয়ার পথে ২ সহ মোট ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। আহতের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
বৃহস্পতিবার ১৫ আগস্ট ভোরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফেনী সদর সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের লেমুয়া ব্রীজের কাছে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
ফেনী হাইওয়ে পুলিশের মহিপাল বিটের একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত ১২ আগস্ট নারায়ণগঞ্জ থেকে পিকনিক করতে তারা কক্সবাজার গিয়েছিলো। উক্ত কর্মকর্তা আরো জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পতিত হওয়া বাসটি প্রাইম পরিবহনের বাস এবং গাছের সাথে ধাক্কা খেয়ে বাসটি পুরোপুরি উল্টে যায়। উক্ত কর্মকর্তার ধারণা, চালক হয়ত তন্দ্রাচ্ছন্ন ছিল অথবা গাড়িটি ব্রেক ফেল হয়েছিল।
মন্তব্য করুন