।।নিজস্ব প্রতিবেদক।।
এনজিও সংস্থা এ্যাকশনএইড থেকে ছাঁটাইয়ের শিকার তাছলিমা ও জোনাইদা ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের ধারে ধারে। এ ব্যাপারে চাকরিচ্যূত অসহায় তাছলিমা ও জোনাইদা ২ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। এর পূর্বে সে এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অভিযোগ করেছিলেন।
অভিযোগ সুত্রে জানা যায়, পালখালী ইউনিয়নের তাছলিমা আক্তার ও জোনাইদা আক্তার ২ নভেম্বর ২০১৮ ইং তারিখ এ্যাকশনএইড বাংলাদেশ নামক এনজিও সংস্থায় ফিল্ড ফ্যাসিলেটেটর পদে চাকরিতে যোগদান করে বেশ সুনামের সহিত তার অর্পিত দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু বিধিবাম। উক্ত এনজিও সংস্থার সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর শামশুল হক শাকিব, প্রজেক্ট ম্যানেজার মনির উদ্দিন ও ডেপুটি প্রজেক্ট ম্যানেজার দেওয়ান মোহাম্মদ এরশাদ এর রোষানলের শিকার হয়ে হঠাৎ ২২ জানুয়ারি ২০১৮ ইং তার কর্মস্থল থেকে ছাঁটায়ের শিকার হয়। ছাঁটায়ের কারণ হিসেবে অভিযোগে তাছলিমা ও জোনাইদা জানান, এ্যাকশনএইড বাংলাদেশের সিনিয়র ফিল্ড কো-অর্ডিনেটর শামশুল হক শাকিব, প্রজেক্ট ম্যানেজার মনির উদ্দিন ও ডেপুটি প্রজেক্ট ম্যানেজার দেওয়ান মোহাম্মদ এরশাদ এর নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তার জীবনে নেমে এসেছে ছাঁটায় নামক এনজিও কর্মকর্তাদের ধরিয়া দেওয়া লালকার্ড। তাছলিমা আক্তার ও জোনাইদা উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ভূয়া সনদ ও মোটা অংকের টাকায় নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ এনেছেন।
বর্তমানে তাছলিমা আক্তার ও জোনাইদা আক্তার চাকরি হারিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের ধারে ধারে।
মন্তব্য করুন