প্রযুক্তি ডেস্ক : গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলটি করে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলজী রোডে তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার কার্যালয়ে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে উপ কমিশনার হারুন অর রশীদ জানান, সম্প্রতি গ্রামীনফোনের মহাখালী কাস্টমার সার্ভিস সেন্টারে কাস্টমার ম্যানেজার রুবেল মাহমুদ অনিককে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, অনিক এখন পর্যন্ত ছয় জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে এবং সেই তথ্য দিয়ে পারভীন নামে এক প্রতারক বেশ কয়েকজনের কাছ থেকে লাখ লাখ টাকা পাঠিয়ে দিয়েছে।
তেজগাঁও ডিসি বলেন, এই ঘটনার মাধ্যমেই প্রমানিত হয় যে, গ্রামীনফোন গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। সে কারণেই গ্রামীনফোনের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন