নিজস্ব প্রতিবেদক :
ডিবিডিনিউজ২৪ ডটকম প্রকাশক ও সম্পাদক জসিম আজাদ’র ছবি ব্যবহার করে গত ১২ জানুয়ারি (রবিবার) সকাল ৬:৪৬ মিনিটে Zashim Azad Salim মানে একটি ফেসবুক আইডি সৃষ্টি করা হয়েছে।
উক্ত ফেইক আইডিটি সৃষ্টি হওয়ার ৩ দিন পর ১৫ জানুয়ারি সন্ধ্যায় ৬ টায় হঠাৎ জসিম আজাদ’র দৃষ্টিগোচর হলে তিনি সকলের দৃষ্টি আর্কষন করে তার ফেসবুক আইডি’তে একটি সতর্কমূলক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হুবহু তোলে ধরা হল-
“আমার ছবি ব্যবহার করে অজ্ঞাত এক ভদ্রলোক ১২ জানুয়ারি একটি পেসবুক আইডি সৃষ্টি করেছেন। ৩ দিন পর আজ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে, ঐ ভদ্রলোক আমার ছবি ব্যবহৃত আইডিটি ভদ্র কোন উদ্দেশ্যে করেননি। তাই আমি স্বাভাবিকভাবেই একটু সংকিত।
এ আইডি থেকে ভাল-মন্দ কোন লিখা, ছবি প্রচার করলে কেউ বিভ্রান্ত হবেন না। আমি নিশ্চিত ভাবে সকলকে জানিয়ে রাখছি এ আইডি আমার না। তাছাড়াও এ আইডি থেকে কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে দয়া করে আমি ভেবে রিকুয়েস্ট এক্সসেপ্ট করবেন না।
বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করছি।”
তার ছবি ব্যবহৃত আইডি সম্পর্কে তিনি বলেন, আমাকে সামাজিক ভাবে বিতর্কিত করার জন্য এ আইডি সৃষ্টি করা হয়েছে। অতীতেও একাধিক বার আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। এ ফেইক আইডি’র ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করেছেন তিনি। তিনি আরো বলেন, সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দশকের বেশি সময় ধরে তার (জসিম আজাদ) একটি আইডি আছে। এ আইডি ব্যতিত অন্য কোন আইডি তিনি পরিচালনা করেন না।
মন্তব্য করুন