1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

টেকনাফ সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি

  • Update Time : রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩ Time View

।।টেকনাফ সংবাদদাতা।।

টেকনাফ সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। নাফনদে ইয়াবা ও মানব পাচার ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। টেকনাফ-২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আছাদুদ জামান চৌধুরী এ তথ্য জানান।

মোহাম্মদ আছাদুদ জামান চৌধুরী জানান, নাফনদীতে দমদমিয়া এলাকায় তিনটি, টেকনাফের তিনটি, সাবরাংয়ে দুইটি, নাজিরপাড়া থেকে একটি ও শাহপরীর দ্বীপে তিনটিসহ ১৭টি টহল ট্রলার নদীতে নিয়োজিত থাকে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে সাংবাদিকদের নিয়ে নৌ ভ্রমণ শেষে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আছাদুদ জামান চৌধুরী বলেন, ‘কারা ইয়াবা পাচার করছে, তা আমাদের কাছে দৃশ্যমান নয়, নদীতে বিভিন্ন উপায়ে মাছ ধরতে যায় অনেকে। এ সুযোগ কাজে লাগিয়ে মাঝে-মধ্যে ইয়াবাও পাচার হয়। রাতের বেলায় কেউ নদীতে নামলে অপরাধী হিসেবে ধরে নেওয়া হবে। যেকোনও উপায়ে ইয়াবা ও মানব পাচার রোধ করা হবে।’ এসময় উপস্থিত ছিলেন টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র সাংবাদিক আবদুল্লাহ মনির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com