নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎপৃষ্টে একটি বন্য হাতি গিয়ে মারা গেছে।
স্থানীয় জানিয়েছেন শুক্রবার ভোরে হ্নীলা পশ্চিম পানখালীর খন্দাকাটা এলাকায় একটি বন্য হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে বসতির দিকে যাওয়ার পথে মরিচ্যাঘোনা হতে টানা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে হাতির শুঁড় আটকে যায়। তখন বৈদ্যুতিক শর্টে হাতিটির চিৎকারে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়।
খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ বিশাল দেহের হাতিটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।
রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ জানান, বনবিভাগের সাথে সমন্বয় না করে পাহাড়ী এলাকায় বৈদ্যুতিক লাইন টানায় এধরনের ঘটনাটি ঘটেছে। এটি একটি সুস্থ্য হাতি ছিল। বৈদ্যুতিক তারের শর্ট ছাড়া হাতিটির শরীরে কোথাও কোন আঘাতের বা অন্য কোন চিহ্ন নেই। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
মন্তব্য করুন