প্রেস বিজ্ঞপ্তি : টেকনাফে কভিড ১৯ এর প্রভাব মোকাবেলায় অতিদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রিলিফ ইন্টারন্যাশনাল। টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে কভিড ১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ১০৭ টি অতিদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রিলিফ ইন্টারন্যাশনাল।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর আর্থিক সহায়তায় বুধবার (২০ মে) সকালে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ১০৭ টি অতিদরিদ্র পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়।
ওয়ার্ডের কেরুনতলী বেরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় এই সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য নাজির আহমেদ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর ফিল্ড কো-অর্ডিনেটর শরিফা সুলতানা, রিলিফ ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক আবু রায়হান, ইনোভেশন অফিসার আব্দুর রাকিব, শামসুন নাহার, আনিছুর রহমান, অপারেশনস অ্যাসিসটেন্ট মাসুম আল হাসান প্রমূখ।
এই সহায়তা প্যাকেজে প্রতিটি পরিবারের মধ্যে নগদ তিন হাজার টাকা করে মোট তিন লক্ষ একুশ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এই পরিবারগুলোকে তিন পর্বে মোট ৯ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। কভিড ১৯ এর প্রভাব নিয়ন্ত্রণে এই সহায়তার আওতায় টেকনাফ সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৬৫০ টি অতিদরিদ্র পরিবারের মধ্যে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
মন্তব্য করুন