সংবাদ বিজ্ঞপ্তি : করোনা ভাইরাসের কারণে ভুক্তভোগী বীচ এলাকার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মী ও ক্যামরাম্যানদের পাশে দাঁড়িয়েছে বেসরকারী সাহায্য সংস্থা এসিএফ এবং জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে এসিএফ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতনের প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
১৬ এপ্রিল সকাল ১২টায় লাবনী পয়েন্টস্থ বীচ ম্যানেজমেন্ট অফিসে পরিচ্ছন্ন কর্মী ও ক্যামরাম্যানের ত্রাণ সহযোগিতা ও অর্থ প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহজাহান আলী, এসিএফ এর বিভাগীয় পরিচারক মোঃ মাহাদী, স্টাফ প্রতিনিধি জাহেদ আলম, ফ্যাইন্যান্স কো-অর্ডিনেটর তাপস বড়–য়া, ডেপুটি ফিল্ড কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ প্রমুখ।
এসময় জেলা প্রশাসক বলেন, কক্সবাজারে যত বেসরকারি সাহায্য সংস্থা রয়েছে তার মধ্যে এসিএফ সর্বপ্রথম করোনা সংকটে জেলা প্রশাসনের সাথে একযোগে কাজ করছে। জেলা প্রশাসনের সাথে থাকা মানে কক্সবাজারবাসীর সাথে থাকা। সকল ক্ষেত্রে আন্তরিক কাজগুলো, স্বেচ্ছায় এসে হাত বাড়িয়ে দেয়ায় এসিএফের প্রতি আমরা কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, কক্সবাজারে আমরা এখনো আল্লাহ রহমতে ভালো আছি, করোনা আক্রান্ত কেউ নেই। সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। কক্সবাজারের সকল শ্রেণীর পেশার মানুষজনের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আইনশৃঙখলা বাহিনী সহযোগিতা, সকল সরকারি বেসরকারি সংস্থাগুলো সহযোগিতা করছে, যেকারণে আমরা এখনো ভালো আছি। সামনে জানি না আমাদের কোন পর্যায়ে যেতে হবে? কোন পরিস্থিতি তৈরি হবে সেটা আমরা এখনো বুঝতে পারছি না। যে পরিস্থিতিই হোক আমরা জনগণের পাশে থাকবো, কক্সবাজারবাসীর পাশে থাকবো।
মন্তব্য করুন