প্রেস বিজ্ঞপ্তি :
পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় ছুটির পর কক্সবাজার গ্রন্থাগারে বই পড়ার উদ্দেশ্যে গেলে গ্রন্থাগারিক ঋশিকেশ পাল তাদের গ্রন্থাগার থেকে বের করে দেন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরন করেন। বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
সরকারি অর্থে পরিচালিত গ্রন্থাগারের গ্রন্থাগারিকের এমন আচরন কোমলমতি শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহের প্রতি কুঠারাঘাত করা হয়েছে। পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের স্কুল কেবিনেট সভাপতি ও শহর ছাত্র ইউনিয়ন নেতা মোহাম্মদ মার্শালের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন
শহর ছাত্র ইউনিয়নের সভাপতি শুভজিৎ রুদ্র ও সাধারণ সম্পাদক তনয় দাশ সবুজ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,সৃজনশীল নাগরিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে বই পড়ার বিকল্প নেই। শিক্ষার্থীদের বাঁধা প্রদানের মাধ্যমে রাষ্ট্রের চলমান শিক্ষা ব্যবস্থার বৈষম্যের চিত্র ফুঁটে উঠেছে। ছাত্র ইউনিয়ন গ্রন্থাগারিক ঋষিকেশ পাল কে অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
মন্তব্য করুন