আতিকুর রহমান মানিক
কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়নের মিয়াজী পাড়া নিবাসী আলহাজ্ব মৌলানা জসিম উল্লাহ মিয়াজী ইন্তেকাল করেছেন।
মরহুমের ভাতিজা ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো জানান, মিয়াজী পাড়া জামে মসজিদের খতিব ঈদের ছুটিতে থাকায় ১৬ আগষ্ট (শুক্রবার) মিয়াজী পাড়া জামে মসজিদে জুমার খুৎবা দিচ্ছিলেন জসিম উলাহ মিয়াজী৷
এসময় তিনি হঠাৎ ঢলে পড়েন। এরপর ঈদগাঁও বাজারস্হ ডায়াবেটিক কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
সফল ব্যবসায়ী জসিম উল্লাহ মিয়াজী একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণাধার ও ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ছিলেন। এ ছাড়াও বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় জড়িত ছিলেন তিনি।
জানাজার সময় এখনো নির্ধারন করা হয়নি বলে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে।
এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন