1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

জাতীয় শোক দিবসে কক্সবাজার জেলা প্রশাসকের শোক র‍্যালি

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৫৫ Time View

ইমাম খাইর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজার শহরে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট সকালে জেলা প্রশাসক ভবনের প্রাঙ্গন থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় মিলিত হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে শোক র‍্যালিতে উপস্থিত ছিলেন- কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, টুরিস্ট পুলিশের এসপি মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা প্রমুখ।

শোক র‍্যালিতে জেলা প্রশাসন ছাড়াও সরকারি-বেসরকারি সংগঠন সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com