।।প্রেস বিজ্ঞপ্তি।।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ উপজেলা পর্যায়ে ‘গ’ বিভাগে (কলেজ) অংশ গ্রহণ করে, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিষয় সমুহ হচ্ছে,
১.শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্টান নির্বাচিত হয়েছে।
২.শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, মুহাম্মদ মুজিবুল আলম, প্রভাষক ইংরেজী বিভাগ।
৩. শ্রেষ্ঠ শিক্ষার্থী, আয়েশা ছিদ্দিকা রেনি, মানবিক বিভাগ, প্রথম বর্ষ।
৪. রচনা প্রতিযোগিতায়, নাজমা সুলতানা রেশমি।
৫. কবিতা আবৃত্তি, আয়েশা ছিদ্দিকা রেনি।
৬. বিতর্ক একক, পারভিন আক্তার।
৭. দেশাত্মবোধক গান, হালিমা আক্তার।
৮. নজরুল সংগীত, তুলি বিশ্বাস।
৯. লোক সংগীত, শান্তা দে।
১০. জারী গান দলভিত্তিক, মুস্তরাতুল জান্নাত ও তার দল।
১১. অভিনয় একক, পারভিন আক্তার।
১২. লোক নৃত্য, শ্রাবন্তী বড়ুয়া প্রমূখ।
কলেজের এই বিশাল সাফল্যলাভ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির চৌধুরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আগামী ২৫ মার্চ (সোমবার) সকাল ৯ টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জনের ধারাবাহিকতা রক্ষা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন