তুমি অসাধরণ এক অচেনা আলো
সারা অবয়বে হাসির কলোনী
আহা! ফাগুন মাখা-
এক ঝাঁক হাসির উড়াল খেলা
আমার পৃথিবীজুড়ে বাড়িয়ে দেয় তৃষ্ণা
তুমি শিল্প সমৃদ্ধ সোনালী আগামী
মিহি সুতার সূক্ষ্ম কারুকাজ খচিত ‘ঢাকাই মসলিন’
তোমার ভূমিকা বর্জিত জীবনে
দীর্ঘ তেরশ মাইল পথ একা হেঁটে ক্লান্ত
সময় প্রাচীরে উড়ে মেঘের পাল
এখন কবির শরীর অনুন্নত শহর
সোনাদিয়ার তপ্ত বালুচর
মন্তব্য করুন