নিজস্ব প্রতিবেদক :
গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। গ্রামীণ জনপদের পিঠাপুলির আয়োজন, পুঁথিপাঠ, হাইল্লা গীত, হঁলা গান, কবি গান এসব সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব, তাই শিল্পকলা একাডেমীর উদ্যোগে দেশব্যাপী উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। সকলের সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে।
গতকাল (০২ নভেম্বর) বিকাল ৪টায় দক্ষিন লিংকরোডস্থ আশরাফ সিকদারের বাড়ির উঠানে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত ‘উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন উপরোক্ত কথা বলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি জসীম উদ্দিন বকুল, সাংবাদিক মুহম্মদ আলী জিন্নাত, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বিশু, সহ সম্পাদক খোরশেদ আলম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সুদিপ্তা চক্রবর্তী।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আমিন আল পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদ সদস্য কুদরত উল্লাহ সিকদার, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বকসী, ইউপি সদস্য নাসির উদ্দিন, ইয়াকুব আলী সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো, দেশের প্রত্যেক ঘরে ঘরে সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা, প্রত্যেক পরিবারই যাতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি- সংস্কৃতির সাথে যুক্ত থাকে। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম সংস্কৃতিবান্ধব মনোভাবে বেড়ে উঠে। তিনি আরো বলেন, হাইল্ল্যা গীত গ্রাম বাংলার হারিয়ে যাওয়া আঞ্চলিক সংস্কৃতি। সাধারণ মানুষের দুঃখ, সুখের কথা উঠে আসে হাইল্ল্যা গীতের মাধ্যমে।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বুলবুল আক্তার, হাসান উল্লাহ, মো. বেলাল, হাইল্ল্যা গীত পরিবেশন করে স্মল আর্ট স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
মন্তব্য করুন