তোমার কি হারিয়েছে ?
কেন তুমি কাঁদছ ?
তুমি কি নিয়ে এসেছিলে ?
যা তুমি হারিয়েছ ?
তুমি কি কিছু সৃষ্টি করেছ
তা কি নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ !
এখান থেকেই নিয়েছ !
তুমি যা দিয়েছ,
এখান থেকেই দিয়েছ
তোমার আজ যা আছে !
কাল তা অন্য কারো ছিল !
পরশু তা অন্য কারো হয়ে যাবে !
তুমি নিজেও অন্য কারো দাস, কিংবা দাসি ছিলে-
আছো এবং থাকবে ।
মন্তব্য করুন