নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহত নুরুল হক কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন।
সোমবার (১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় র্যাবের এক সদস্যও আহত হয়।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান রোববার রাতে গাজীপুরের কাশিমপুর হয়ে ঢাকায় পাচার হবে এমন খবরে সেখানে একটি চেকপোস্ট বসানো হয়। পরে রাত ১টার দিকে চেকপোস্টে তল্লাশি করার সময় একটি ট্রাক থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
তিনি বলেন, পরে ওই ট্রাকে তল্লাশি করে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১০ হাজার এক’শ টাকা উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়।
মন্তব্য করুন