।।প্রেস বিজ্ঞপ্তি।।
উখিয়া উপজেলার জনবহুল স্টেশন কোর্টবাজার ব্যবসায়ী মহলের উদ্যোগে ২৫তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল ২৬ ফেব্রুয়ারি বিকাল ২টায় কোর্টবাজার ভালুকিয়া সহড়কে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রাহানুমায়ে শরিয়াত, ওয়াত তরিকত, মুরশিদে বরহক, বাহারুল উলুম, বায়তুশ শরফের পীর সাহেব আলহাজ্ব হযরত শাহ মাওলানা মোঃ কুতুব উদ্দিন (মঃ জিঃ আঃ)।
এতে আরো বহু ওলামায়েকেরাম ও বুজর্গানেদ্বীন তশরীফ আনবেন।
সভাপতিত্ব করবেন, রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আবুল হাসান আলী।
উক্ত মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন কোর্টবাজার ব্যবসায়ী মহল।
মন্তব্য করুন