নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ২১ ডিসেম্বর (শনিবার) সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, ট্রাস্টের উপ পরিচালক শ্যামল মিত্র বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় নেতা স্বপন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে কক্সবাজার জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের জন্য প্রদত্ত অনুদানের চেক বিহার নেতৃবৃন্দের কাছে বিতরণ করেন।
রামু সীমা বিহারে মতবিনিময় সভায় যোগদান:
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া একইদিন বেলা দেড়টার দিকে রামু কেন্দ্রীয় সীমা বিহারে প্রয়াত উপ সংঘরাজ অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরোর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহারে সংঘরাজ প্রয়াত অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরোর অন্তেষ্টিক্রিয়া নিয়ে অন্তেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি আন্তর্জাতিক বৌদ্ধ ধর্মীয় নেতা, জাতীয় নেতৃবৃন্দ ও উর্ধ্বতন কর্মকতাদের সক্রিয় উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া, এডিসি উন্নয়ন ও (মানবসম্পদ ব্যবস্থাপনা) এস.এম সরওয়ার কামাল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, রামুর ইউএনও প্রণয় চাকমা, রামুর ওসি (তদন্ত) মিজানুর রহমান, ট্রাস্টের উপ পরিচালক শ্যামল মিত্র বড়ুয়া, বিহার কমিটির সহ সভাপতি তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় নেতা স্বপন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া তাঁর সফরসঙ্গী সহ বিকেল ৪ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন বলে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি ও সচিবের কক্সবাজারের অনুষ্ঠানমালার প্রধান সমন্বয়কারী এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু সিবিএন-কে জানিয়েছেন।
মন্তব্য করুন