মাদারীপুরে এক কিশোরীকে অপহরণের অভিযোগে জেলা ছাত্রলীগের সহসভাপতি বেলায়েত হোসেন মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বেলায়েতকে।
এর আগে শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত বেলায়েত সদর উপজেলার জাফরাবাদ গ্রামের কবির উদ্দিন মোল্লার ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহসভাপতি বেলায়েত মোল্লার কাছে শহরের সামসুন্নাহার ভূইয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়াকালেই ওই ছাত্রীর ওপর কু-নজর পড়ে বেলায়েতের।
বিষয়টি ওই কিশোরী তার পরিবারের কাছে জানালে ক্ষিপ্ত হয় বেলায়েত। এরপর গত ১৫ জুলাই বিকালে কিশোরীকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় শনিবার রাতে মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়। সেই মামলায় শনিবার রাতে বেলায়েতকে গ্রেফতার ও অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বেলায়েতের গ্রেফতারের বিষয়টি জানাজানি হলে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুইজনকেই আদালতে পাঠানো হয়েছিল।
মন্তব্য করুন