1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

করোনা শনাক্ত ৩ হাজার ছাড়াল, মোট মৃত্যু ১১০

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৫ Time View

ডিবিডিনিউজ২৪.কম :  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সোমবারের (২০ এপ্রিল) তুলনায় গত ২৪  ঘণ্টায় ৫৮ জন কম শনাক্ত হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮২ জনে। এই সময়ে মারা গেছেন আরও ৯ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। সোমবার (২০ এপ্রিল) মারা যাওয়া রোগীর সংখ্যা ছিল ১০ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষা করে এতদসংক্রান্ত আক্রান্ত শনাক্ত হয়েছে।

ডা. নাসিমা সুলতানা জানান, যারা মারা গেছেন তাদের মধ্যে ৭ জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৭ জন।

সোমবার (২০ এপ্রিল) ৪৯২ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয় এবং সেদিন মারা যায় ১০ জন।

৮ মার্চ (রোববার) দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষ দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবেলায় সরকার এরই মধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।

বিশ্ব প্রাণহানি প্রায় ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২৪ লাখ ৭৩ হাজারেরও বেশি। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি ৪১ হাজার। আক্রান্ত ৭ লাখ ৮৪ হাজারের বেশি।
আগে ১ লাখ মানুষের প্রাণহানির শঙ্কা করলেও, সোমবার (২০ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে করোনায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ মারা যেতে পারেন।

কানসান, অ্যারিজোনা, শিকাগোসহ কয়েকটি রাজ্যে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

স্পেনের পর ফ্রান্সেও প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে। স্পেনে আক্রান্ত ২ লাখ। ইতালিতে নতুন করে ৪৫৪ জনের প্রাণহানি নিয়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২৩ জন আক্রান্ত নিয়ে, দেশটিতে ৮ হাজার কোভিড নাইনটিন রোগী চিহ্নিত হলো।

ভারতে একদিনে রেকর্ড ১ হাজার ৫৫৩ জন নিয়ে দেশটিতে আক্রান্ত ১৭ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি ৫৯৯।

সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানেও নামাজসহ সব ইবাদত স্থগিত করা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, করোনাভাইরাসে চরম বিপর্যয় আসার এখনও বাকী রয়েছে। দেশে দেশে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ সতর্কতা দিলেন সংস্থার পরিচালক।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com