প্রেস বিজ্ঞপ্তি : করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে কক্সবাজার শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে জীবাণু নাশক ঔষুধ ছিটানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বায়তুল মোকাররম, স্বরসতী বাড়িসহ ধর্মীয় প্রতিষ্টানে বেসরকারি সাহায্য সংস্থার উদ্যোগে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলার সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কার্যক্রমের শুরুতে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহাবু্বুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহামুদুল হক আল-মাদানী।
এসময় বক্তারা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি এগুলো ভাইরাস মুক্ত করতে হবে। সচেতনতা-পরিস্কার-পরিচ্ছন্নতাই পারে মহামারী ভাইরাস করোনা প্রতিরোধ করতে। জীবাণু নাশক ওষুধ ছিটানো কার্যক্রম চলমান থাকবে। মানুষদের সচেতন থাকতে হবে এবং করোনা আতংকে ঘরবন্দী গরীব মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবান ব্যক্তিদের এই কাজে এগিয়ে আসার আমরা আহ্বান জানায়।
এসময় আরো উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব এড. তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সহ সভাপতি রিদুয়ান আলী, সাংবাদিক দীপক শর্মা দীপু, খেলাঘর সংগঠক সুবিমল পাল পান্না, এম জসীম উদ্দীন, এসিএফের চীফ একাউন্ট কনসালটেন্ট তাপস বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক মনির মোবারক প্রমুখ।।
মন্তব্য করুন